ক্রেতা বেড়েছে প্রযুক্তি বাজারে

প্রথম আলো প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০১

চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজার ঘুরে দেখা গেছে, প্রসেসরসহ সব ধরনের প্রযুক্তিপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। একাধিক প্রতিষ্ঠানের বিক্রেতারা জানিয়েছেন, গত সপ্তাহের মতো এ সপ্তাহেও ক্রেতাদের উপস্থিতি বেশি ছিল। তাই ল্যাপটপ-কম্পিউটারসহ বিভিন্ন ধরনের প্রযুক্তিপণ্যের বিক্রি বেশি হয়েছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।


প্রসেসর
ইন্টেল: কোর আই-৯ ৬.০০ গিগাহার্টজ (গি.হা.) ১৪ প্রজন্ম ৭২ হাজার টাকা, কোর আই-৯ ৫.৮০ গি.হা. ১৩ প্রজন্ম ৬৭ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৮ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আই-৫ (৫.৩০ গি.হা.) ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই-৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৪ হাজার ৮০০ টাকা এবং কোর আই-৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।


এএমডি: রাইজেন-৯ ৭৯০০এক্স ৪.৭০-৫.৬০ গি.হা. ৪৭ হাজার টাকা, রাইজেন-৭ ৫৭০০জি ৩.৮- ৪.৬ গি.হা. ২০ হাজার টাকা, রাইজেন-৭ ৭৭০০এক্স ৪.৫০-৫.৪০ গি.হা. ৩৩ হাজার ৫০০ টাকা ও রাইজেন-৫ ৫৬০০জি ৩.৯০-৪. ৪০ গি.হা. ১৫ হাজার ২০০ টাকা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও