শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে ১১১টি হত্যা মামলা
কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষ–সংঘাতে নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও সাতটি মামলার তথ্য জানা গেছে। এর মধ্যে ছয়টি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলা। গতকাল মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ও গত রোববার রাজধানীর বিভিন্ন থানায় এসব মামলা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে দুটি হত্যা মামলা হয়েছে। এ ছাড়া রাজধানীর কদমতলী থানায় দুটি, যাত্রাবাড়ী থানায় একটি, উত্তরা পশ্চিম থানায় একটি ও মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীসহ সারা দেশে ১২২টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলার সংখ্যা ১১১।
এসব মামলার আসামির তালিকায় শেখ হাসিনা ছাড়া তাঁর ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ (জয়), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা রয়েছেন। পাশাপাশি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের আসামি করা হয়েছে। প্রতিটি মামলায় অভিযোগ, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে শেখ হাসিনাসহ অন্যদের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে নিরীহ ছাত্র–জনতার ওপর নির্বিচার গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে সবাই মারা গেছেন।