রাস্তা বন্ধ ও সচিবালয় ঘেরাও চান না ৯৩% মানুষ
বর্তমান সময়ে দাবি আদায়ে রাস্তা বন্ধ ও সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি কোনোভাবেই সমর্থন করেন না ৯৩ শতাংশ মানুষ। প্রথম আলোর অনলাইন জরিপে বিষয়টি উঠে এসেছে।
জরিপে প্রশ্ন করা হয়, ‘বর্তমান সময়ে দাবি আদায়ে রাস্তা বন্ধ ও সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি সমর্থন করেন কি?’ এ প্রশ্নের জবাবে ৯৩ শতাংশ মানুষ ‘না’ বলেছেন। অর্থাৎ বর্তমান সময়ে দাবি আদায়ে রাস্তা বন্ধ ও সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি তাঁরা সমর্থন করেন না। জরিপে ‘না’ ভোট পড়েছে ৪৩ হাজার ৯৭৬টি।
জরিপে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে মাত্র ৬ শতাংশ মনে করেন, বর্তমান সময়ে দাবি আদায়ে রাস্তা বন্ধ ও সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি সমর্থনযোগ্য। জরিপে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ হাজার ৫৯৮টি।
জরিপে অংশ নেওয়া মানুষের মধ্যে ১ শতাংশ পক্ষে-বিপক্ষে কোনো মত দেননি। জরিপে ‘হ্যাঁ’ ও ‘না’-এর পাশাপাশি ‘মন্তব্য’ নেই, এমন একটি ঘর ছিল। মন্তব্য নেই ঘরে ভোট দিয়েছেন ৮৭০ জন। ফেসবুকে পরিচালিত এ জরিপে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভোট দেওয়ার সুযোগ ছিল।
গত ২৬ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত প্রথম আলোর ফেসবুক পেজে জনমত জরিপটি পরিচালনা করা হয়। এতে অংশ নিয়েছেন ৪৭ হাজার ৪৪৪ জন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়। শপথ নেওয়ার পর থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অফিস করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দাবি
- ঘেরাও কর্মসূচি