You have reached your daily news limit

Please log in to continue


অর্থনীতিতেও ভয়ঙ্কর জুলাই-অগাস্ট

ছাত্র-জনতার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে মেট্রোরেলের স্টেশন ভেঙে ক্ষোভের প্রকাশ ঘটিয়েছেন অনেকে; তাণ্ডবে তছনছ হয়েছে রাজধানীবাসীর যাতায়াতে স্বস্তির বাহন হয়ে ওঠা এ মেট্রোট্রেন।

হামলার সেই দিন ১৮ জুলাই বন্ধ হওয়া মেট্রোট্রেনের চাকা আবার ঘুরেছে ২৫ অগাস্ট। এক মাস সাত দিন পর মেট্রোরেল চালু হলেও মাঝের দিনগুলোতে যানজটের পুরনো রূপ আবার ফিরেছিল রাজধানীজুড়ে। ভোগান্তির হিসাব বাদ দিলেও এতে যে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে সেই তথ্য জানা মুশকিল।

শুধু মেট্রোরেল নয়, বিভিন্ন জায়গায় হামলা-ভাঙচুরে ব্যবসা-বাণিজ্য আর অর্থনীতিতে ক্ষত তৈরি করা ধ্বংসযজ্ঞের এমন ঘটনা তখনই শেষ হয়নি। সরকার পতনের পরও নির্বিচার হামলা আর আক্রমণের ঘটনা ঘটে দেশজুড়ে, চলে লুটপাটও। আন্দোলনের উত্তাল সেসব দিনে বিপুল কর্মহীন সময় অর্থনৈতিক কর্মকাণ্ডকে করেছে ধীর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন