You have reached your daily news limit

Please log in to continue


মেলেনি দুই হাজার আগ্নেয়াস্ত্র, সোয়া তিন লাখ গুলি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও বিভিন্ন বিশেষায়িত সংস্থার লুট হওয়া অস্ত্র উদ্ধার, চিহ্নিত অপরাধী ও মাদক কারবারি গ্রেপ্তারে যৌথ অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ অভিযানে সেনা, বিজিবি, র‍্যাব, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্যরা রয়েছেন। 

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে বিভিন্ন বাহিনীর সদস্যদের সঙ্গে অভিযানকেন্দ্রিক সমন্বয় সভা হয়। এ ছাড়া পৃথকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেদের মধ্যে মতবিনিময় করেন। সেখানে অভিযানকেন্দ্রিক কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়া অস্ত্র উদ্ধারে মহানগর ও জেলায় আলাদা টিম গঠন করা হয়েছে। 

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, থানা ও ফাঁড়ি থেকে সব মিলিয়ে পুলিশের ৫ হাজার ৮২৯টি অস্ত্র এবং ৬ লাখ ৬ হাজার ৭৪২ রাউন্ড গুলি লুট হয়েছে। এছাড়া ৩১ হাজার ৪৪ রাউন্ড টিয়ার গ্যাসের শেল, ৪ হাজার ৬৯২ রাউন্ড সাউন্ড গ্রেনেড লুণ্ঠিত হয়েছে। লুট হওয়া অস্ত্রের মধ্যে ৭.৬২ বোরের রাইফেল রয়েছে ১ হাজার ১৪৭টি। ৭.৬২ বোরের পিস্তল ১ হাজার ৫৫৬টি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন