ডাটা সেন্টার অবকাঠামোয় ৬০০ কোটি ডলার বিনিয়োগ চীনের

বণিক বার্তা প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৬

চীন আটটি কম্পিউটিং হাব নির্মাণের জন্য একটি জাতীয় প্রকল্পে ৪ হাজার ৩৫০ কোটি ইউয়ান (প্রায় ৬১০ কোটি ডলার) বিনিয়োগ করেছে। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃত করে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে প্রযুক্তিবাজারে চীন-যুক্তরাষ্ট্র বিরোধ ও দীর্ঘমেয়াদী অস্থিরতার মধ্যে এ বিনিয়োগের সিদ্ধান্ত আসে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট। 


এদিকে সরকারের সরাসরি ৪ হাজার ৩৫০ কোটি ইউয়ান বিনিয়োগের বিষয়টি অন্যদের, যেমন প্রাইভেট বিনিয়োগকারীদের আরো ২০ হাজার কোটি ইউয়ান অর্থ বিনিয়োগ করতে উৎসাহিত করেছে। চীনের ন্যাশনাল ডাটা ব্যুরোর প্রধান লিউ হংলিয়ে জুনের শেষে এ অতিরিক্ত অর্থের পরিমাণ প্রকাশ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও