মস্তিষ্কের প্রদাহজনিত রোগ মেনিনজাইটিস
আমাদের মস্তিষ্ক মেনিনজেস নামক পর্দা দিয়ে আবৃত থাকে। এর মূল কাজ মস্তিষ্ককে যেকোনো আঘাত, সংক্রমণ ইত্যাদি থেকে নিরাপদ রাখা, মস্তিষ্কে রক্ত চলাচল স্বাভাবিক রাখা এবং শর্করাসহ অন্যান্য পুষ্টি উপাদানের সরবরাহ নিশ্চিত করা। কিন্তু অনেক সময় ভাইরাস, ব্যাকটেরিয়াসহ নানা ধরনের জীবাণুর সংক্রমণে মেনিনজেসে প্রদাহ সৃষ্টি হয় এবং তা মস্তিষ্কের আশপাশের কোষেও ছড়িয়ে পড়ে। একে মেনিনজাইটিস বলে। যেকোনো বয়সের মানুষ মেনিনজাইটিসে আক্রান্ত হতে পারে। এ রোগে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক নানাবিধ জটিলতা দেখা দেয়। তাই মেনিনজাইটিসের কোনো লক্ষণ প্রকাশ পেলে যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
মেনিনজাইটিসের ধরন
ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও পরজীবীর সংক্রমণে মেনিনজাইটিস হয়ে থাকে। কখনো কখনো জীবাণুর সংক্রমণ ছাড়াই মেনিনজাইটিস হতে পারে। মেনিনজাইটিসের রয়েছে নানা ধরন। যেমন—