‘সত্যেরে লও সহজে’

www.ajkerpatrika.com অজয় দাশগুপ্ত প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০

আমি পরিবর্তনের পক্ষে। কারণ জীবন পরিবর্তনশীল। আমরা যারা মধ্য ষাটে, আমরা কত যে পরিবর্তন মেনে নিয়েছি, তার কোনো হিসাব নেই। আমাদের পিতারা সাতচল্লিশের অন্যায্য দেশভাগ মেনে নিয়েছিলেন। আমরা একাত্তরে যৌক্তিক মুক্তিযুদ্ধ মেনে নিয়েছি।


আমরা পঁচাত্তরের পটপরিবর্তন ও মিলিটারি শাসন মেনেছি। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে এরশাদের পতন মেনেছি। মুক্তিযুদ্ধ মানা না-মানার সহাবস্থান মেনেছি। অতিসম্প্রতি জাঁকিয়ে বসা শেখ হাসিনার পলায়ন, দেশত্যাগও মেনেছি। কারণ রাজনীতি হচ্ছে মানা না-মানার একটা সমীকরণ। কবিগুরুর ভাষায়—‘ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও