ফোন লিংক অ্যাপ দিয়ে হটস্পট চালুর সুবিধা পাওয়া যাবে আরও স্মার্টফোনে

প্রথম আলো প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪, ১৯:০১

মাইক্রোসফটের ফোন লিংক অ্যাপ দিয়ে সহজেই স্মার্টফোনে হটস্পট চালু করে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ সচল করা যায়। সুবিধাটি প্রাথমিকভাবে শুধু স্যামসাংয়ের তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনের জন্য উন্মুক্ত ছিল। এখন সুবিধাটি অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্যও উন্মুক্ত করা হয়েছে।


অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে সুবিধাটি এখন স্যামসাং ছাড়া ওয়ানপ্লাস ও অপোর তৈরি স্মার্টফোনে ব্যবহার করা যাবে। মাইক্রোসফটের ফোন লিংক অ্যাপ দিয়ে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে হটস্পট চালু করে সহজেই ফোন ও কম্পিউটারকে সংযুক্ত করা যায়। এ জন্য ফোন থেকে লিংক টু উইন্ডোজ অ্যাপ চালু করতে হয়। এরপর ‘কানেক্ট ইয়োর পিসি টু ইয়োর মোবাইল হটস্পট’ অপশনটি নির্বাচন করতে হয়। এভাবে হটস্পট চালু করে কম্পিউটারে সহজেই ইন্টারনেট চালু করা যায়। ফোন লিংক অ্যাপ দিয়ে হটস্পট চালু করা ছাড়া অ্যাপ স্ট্রিমিং ও কপি-পেস্টের সুবিধা পাওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও