দ্বিতীয় প্রান্তিকে ডেলের আয় ছাড়িয়েছে ওয়াল স্ট্রিটের পূর্বাভাস
বণিক বার্তা
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪, ১৩:৪২
কম্পিউটার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ডেল চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করেছে এবং কোম্পানিটির আয় ওয়াল স্ট্রিটের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। ব্যবসা ও ডাটা সেন্টারে ব্যবহৃত সার্ভার বিক্রিতে ৮০ শতাংশ প্রবৃদ্ধি এ সাফল্যের প্রধান কারণ হিসেবে দেখছে কোম্পানিটি। এদিকে প্রতিবেদন প্রকাশের পর ডেলের শেয়ারমূল্য বেড়েছে আরো ৩ শতাংশ। খবর সিএনবিসি।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, জুন শেষ হওয়া প্রান্তিকে ডেলের আয় হয়েছে ২ হাজার ৫০৬ কোটি ডলার, যা বিশ্লেষকদের প্রত্যাশিত ২ হাজার ৪৫৩ কোটি ডলারের চেয়ে বেশি। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ ডলার ৮৯ সেন্ট, যা আগে আশা করা হয়েছিল ১ ডলার ৭১ সেন্ট। এর মানে হলো, ডেল বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি আয় করেছে ও প্রতি শেয়ারে লাভও করেছে বেশি।