বাংলাদেশ–পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বজ্রঝড়ের শঙ্কা
প্রথম আলো
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪, ২১:২৮
বাংলাদেশের জন্য ম্যাচটি সিরিজ জয়ের, রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ম্যাচটি ড্র করতে পারলেই সিরিজ জিতবে নাজমুল হোসেনের দল। অন্যদিকে পাকিস্তানের জন্য ম্যাচটি সিরিজ বাঁচানোর লড়াই। রাওয়ালপিন্ডিতেই প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যাওয়া পাকিস্তানকে সিরিজ বাঁচাতে হলে এ ম্যাচে জিততেই হবে।
গুরুত্বপূর্ণ এ টেস্টের প্রথম দিনটাকে চোখ রাঙাচ্ছে ঝড়বৃষ্টি। আবহাওয়ার সংবাদবিষয়ক ওয়েবসাইট আকুওয়েদারের খবর অনুযায়ী আগামীকাল রাওয়ালপিন্ডির তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। উচ্চ আর্দ্রতার কারণে এই তাপমাত্রাই অনুভূত হবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মতো।