![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-08-29%252Ff07xx5jf%252FGWI8gIHXAAACzFA.jpg%3Frect%3D214%252C0%252C2721%252C1814%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
ফ্লিনটফের পর এবার ভনের ছেলের অভিষেক
প্রথম আলো
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪, ২১:২৭
অ্যান্ড্রু ফ্লিনটফের পর এবার মাইকেল ভন। এক সপ্তাহের ব্যবধানে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সন্তানের অভিষেক দেখলেন ইংল্যান্ডের আরও এক সাবেক অধিনায়ক।
আজ ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো মাঠে নেমেছেন ভনের ছেলে আর্চি ভন। ১৮ বছর বয়সী আর্চি সমারসেটের হয়ে ডারহামের বিপক্ষে মাঠে নেমেছেন। এর আগে গত সপ্তাহে ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি অভিষেক হয়েছিল ফ্লিনটফের ছেলে রকি ফ্লিনটফের (৩২ রান)। একই দিনে ইংল্যান্ড টেস্ট দলের স্পিনার রেহান আহমেদের ভাই ফারহান আহমেদও প্রথমবারের মতো স্বীকৃত দীর্ঘ সংস্করণের ক্রিকেটের ক্যারিয়ার শুরু করেন।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেটার
- অ্যান্ড্রু ফ্লিনটফ