সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার সময় যেসব বিষয়ে খেয়াল রাখবেন
আইফোনের শখ প্রায় প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারীর কমবেশি আছে। তবে দামের জন্য এই শখ পূরণ করতে পারেন না অনেকেই। সেক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড ফোনই ভরসা। তবে আইফোন সেকেন্ড হ্যান্ড কেনার সময় বেশ কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। নাহলে বিপদে পড়তে পারেন।
জেনে নিন সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার সময় কোন বিষয়গুলোতে বেশি নজর দেবেন-
১. আইফোনের সিরিয়াল নম্বর
ইনভয়েস এবং রিটেল বক্সের সাহায্যে আইফোনের সিরিয়াল নম্বর অথবা আইএমইআই ম্যাচ করানোর পাশাপাশি অ্যাপলের ওয়েবসাইটে গিয়ে তা যাচাই করিয়ে নিতে হবে। এতে আইফোন সংক্রান্ত সমস্ত তথ্য সামনে এসে যাবে। সেখান থেকেই মিলিয়ে নিতে পারবেন সইরিয়াল নম্বরটি।
২. আইফোনটির ব্যবহার করার জন্য উপযুক্ত কি না
সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে সেটার অবস্থা ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। আইফোনে কোনোরকম স্ক্র্যাচ কিংবা ড্যামেজ আছে কি না, তা খতিয়ে দেখা উচিত। অতিরিক্ত স্ক্র্যাচ কিংবা ড্যামেজ থাকলে দর কষাকষি করা যেতে পারে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- আইফোন
- পুরোনো ফোন