You have reached your daily news limit

Please log in to continue


ভারতের নস্টালজিক দর্শকদের হলে ফেরাচ্ছে পুরনো সিনেমা

দিল্লির বাসিন্দা ২৬ বছর বয়সী জাকিয়া রাফিকি যখন শুনলেন যে হিন্দি সিনেমা ‘লায়লা মজনু’ নতুন করে প্রেক্ষাগৃহে আসছে, তখন তার প্রথমেই মনে পড়ল, ছয় বছর আগে তিনি যখন সিনেমাটি প্রথম দেখেছিলেন, তখনই জানতেন এ চলচ্চিত্র তার একবার দেখলে চলবে না।

জাকিয়া বলেন, “আমি প্রথবার যখন সিনেমাটি দেখতে যাই, প্রেক্ষাগৃহে তখন হাতেগোণা কয়েকজন। তারা সিনেমা দেখতে দেখতে হাসছিলেন, কখনো কাঁদছিলেন।”

বিবিসির প্রতিবেদকের সঙ্গে কথায় কথায় জাকিয়া বলেছেন, এবার তিনি তার বোনের সঙ্গে গিয়ে সিনেমাটি দেখেছেন। তার ভাষায়, সিনেমা মানুষকে নস্টালজিক করে তোলে।

“ভারত শাসিত কাশ্মীর অঞ্চলের দুটি মানুষের প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছিল সিনেমাটির চিত্রনাট্য, যে প্রেম কেবল বেদনা ডেকে আনে। ওই সিনেমার চিত্রনাট্যের সঙ্গে আমার আবেগ মিশে গিয়েছিল, কারণ আমিও কাশ্মীরের মানুষ।

“বড় পর্দায় সেখানকার বাড়িঘরে ছোট ছোট দৃশ্য দেখতে ভালো লাগছিল। যখন কাশ্মীরের রাস্তায় গাড়ি চলাচলের দৃশ্য দেখানো হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি যেন সেখানেই রয়েছি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন