![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-08-28%252Fjnl7g7z4%252Fjoker%25202.jpg%3Frect%3D0%252C0%252C912%252C608%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
কার হাতে উঠবে স্বর্ণসিংহ
আজ ইতালির ভেনিসে শুরু হচ্ছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮১তম আসর। পৃথিবীর সবচেয়ে পুরোনো এ উৎসব চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আশা করা হচ্ছে, এবার সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে তারকাবহুল উৎসব হবে; লালগালিচায় দেখা যাবে লেডি গাগা, হোয়াকিন ফিনিক্স, জুলিয়ান মুর, টিলডা সুইন্টন, অ্যাঞ্জেলিনা জোলি, কেট ব্লানচেটের মতো তারকাদের।
এবার উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ২১টি চলচ্চিত্র, যার মধ্যে আছে প্রখ্যাত সব নির্মাতার ছবি; এর মধ্যে কার হাতে শেষ পর্যন্ত উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) ওঠে, সেটাই এখন দেখার।
চলতি বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ‘জোকার: ফলি আ ডিউ’। টড ফিলিপস পরিচালিত ‘জোকার’-এর সিকুয়েলটি জায়গা করে নিয়েছে উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে। আগামী ৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির আগে ভেনিসে প্রিমিয়ার হবে হোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা অভিনীত সিনেমাটির। এর আগে গত জুলাই মাসে সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উৎসবের আর্টিস্টিক পরিচালক আলবার্তো বারবারা।