সার ও মসুর ডাল দিয়ে অন্তর্বর্তী সরকারের কেনাকাটা শুরু
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪, ১৪:০৮
মসুর ডাল ও সার কেনার মাধ্যমে অন্তবর্তী সরকারের কেনাকাটা শুরু হয়েছে।
বুধবার মন্ত্রী পরিষদ ভবনের চতুর্থ তলায় ক্রয় কমিটির বৈঠক হয়। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ তাতে সভাপতিত্ব করেন। অন্তত আট জন উপদেষ্টাকে বৈঠকে উপস্থিত থাকতে দেখা গেছে।
বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় কাতার থেকে ১১তম লটে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রতি টন ৩৪৪ দশমিক ৫০ ডলার হিসেবে ওই সার কিনতে মোট ১২১ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা খরচ হবে।