![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/08/26/65e215de8d234fb386b011faa0bab669-66cc64d7d4f7c.jpg)
১৮ ঘণ্টায়ও নেভেনি গাজী টায়ার কারখানার আগুন, নিখোঁজ ১৬০
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে অবস্থিত গাজী টায়ার কারখানার আগুন এখনো জ্বলছে। ১৮ ঘণ্টায়ও আগুন নেভেনি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট রাত থেকে কাজ করলেও আজ সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আগুন নেভানো যায়নি। ১৬০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন, ১৬০ জন নিখোঁজের তালিকা করা হয়েছে।
গতকাল রোববার রাত ৯টার দিকে গাজী টায়ার কারখানায় লুটপাট চালানোর পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।