ব্রাজিলের আখ ক্ষেতগুলোতে ছড়িয়েছে দাবানল
ব্রাজিলে উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়ার মধ্যে সাও পাউলু রাজ্যের আখ ক্ষেতগুলোতে ব্যাপক দাবানল ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ওই অঞ্চলের ৩৬টি শহরে ‘উচ্চ সতর্কাবস্থা’ জারি করেছে রাজ্য কর্তৃপক্ষ।
শনিবার আখ ক্ষেতগুলোতে দাবানল ছড়িয়ে পড়ার পর দ্রুতই আশেপাশের শহরগুলোতে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে খোলা মাঠে সব ধরনের খেলাধুলা নিষিদ্ধ করেছেন কর্মকর্তারা।
এই নিষেধাজ্ঞার কারণে সাও পাউলুর পশ্চিমাঞ্চলীয় শহর হিবেইরো প্রেতোতে ব্রাজিলীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ বাতিল করা হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- দাবানল
- ভয়াবহ দাবানল