You have reached your daily news limit

Please log in to continue


মানবাকৃতির রোবট কর্মী তৈরিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে পাল্লা দিচ্ছে চীন

বৈদ্যুতিক গাড়ির বাজারে চীনের আধিপত্য নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছে ইলন মাস্কের মালিকানাধীন টেসলাসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। এবার মানবাকৃতির রোবট কর্মী তৈরির ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে পাল্লা দিতে শুরু করেছে চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠাগুলো। চীনে তৈরি রোবট কর্মীগুলো বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানায় মানুষের বদলে কাজ করতে সক্ষম বলে জানা গেছে।

চীনের বেইজিংয়ে গতকাল রোববার শেষ হওয়া পাঁচ দিনের ওয়ার্ল্ড রোবট সম্মেলনে দুই ডজনেরও বেশি প্রতিষ্ঠান কারখানা ও গুদামে কাজ করার উপযোগী মানবাকৃতির রোবট কর্মী প্রদর্শন করেছে। সম্মেলনে চীনে তৈরি রোবটগুলোর সক্ষমতা দেখে চমকে গেছেন শিল্পোদ্যোক্তারা। চীনের লিডলিও রিসার্চ ইনস্টিটিউটের বিশ্লেষক আরজেন রাও বলেন, চীনে তৈরি মানবাকৃতির রোবট শিল্প খাত ও উৎপাদন শিল্পে কাজের জন্য তৈরি করা হচ্ছে। নতুন শক্তির বিকাশের অংশ হিসেবে চীনে রোবট তৈরির অনেক কারখানা প্রতিষ্ঠিত হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন