ত্রাণ প্রচুর, অভাব সুপেয় পানির
স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর সদর উপজেলা থেকে শুরু করে ছয়টি উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি। প্রতিদিনই খাবার আর পানি নিয়ে দেশের নানা প্রান্ত থেকে বানভাসিদের সহায়তায় ছুটে যাচ্ছেন মানুষ।
কিন্তু চারদিকে থৈ থৈ পানি ভাসলেও এ জেলায় এখন সবচেয়ে বেশি অভাব সুপেয় পানির। ত্রাণ হিসেবে যে শুকনো খাবার ও পানি জেলায় পৌঁছাচ্ছে তাতে সুপেয় পানির চাহিদা মেটানো যাচ্ছে না।
ফেনী সদরের ফাজিলপুর এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন চাকরিসূত্রে থাকেন রাঙামাটিতে। বানের পানিতে পুরো গ্রাম তলিয়ে যাওয়ায় নিজের পরিবারকে রেখেছেন চট্টগ্রাম শহরে আত্মীয়ের বাসায়।
দুর্যোগের এই সময়ে কয়েকজন সহযোগী নিয়ে তিনিও নেমেছেন ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমে। প্রতিদিনই তিনি ছুটছেন দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে, বানভাসিদের উদ্ধারে।
রোববার সকালে বাসে ফেনী যাওয়ার পথে দেখা শাহাদাতের সাথে। তার মোবাইলে বিভিন্ন জনের ফোন আসছে, কেউ ত্রাণের জন্য, কেউ উদ্ধার করে আনার জন্য সহায়তা চাইছিলেন।