প্রশাসনবিহীন বিশ্ববিদ্যালয়, বিশৃঙ্খলায় স্থবির শিক্ষা কার্যক্রম

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪, ১১:৩৩

সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে পদ ছেড়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গত সরকারের আমলে নিয়োগ পাওয়া প্রশাসনিক পদে দায়িত্বপ্রাপ্তরা; বিশ্ববিদ্যালয় খোলার এক সপ্তাহ পরও নানা অবস্থানে থাকা শিক্ষকদের পদত্যাগের দাবি চলছে; অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা না হওয়ায় ক্যাম্পাসগুলো হয়ে আছে স্থবির।


অ্যাকাডেমিক-প্রশাসনিক কাজের দায়িত্বে শিক্ষকদের ফেরানো ছাড়া পরিস্থিতি যে বদলাবে না, তা মানছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদও।



বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নে তিনি বলেন, “ভিসি, প্রোভিসি সবইতো খালি হয়ে আছে। যেখানে যতদূর পারা যায়, কোনো জায়গায় হয়ত পুরোটাই দেওয়া যাবে, কোথাও কোথাও শুধু ভিসিটা এখন দেওয়া হবে, এভাবে চেষ্টা করা হবে। এটা খুব শিগগিরই হবে।”


কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত ১৬ জুলাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরদিন বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে খালি করা হয় হলগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও