তাকসিম গেলেও ওয়াসায় বহাল তাঁর সিন্ডিকেট
শেখ হাসিনার সরকারের আমলে চারদিকের শত সমালোচনার মুখেও যে মানুষটি বহাল তবিয়তে ছিলেন, তিনি হলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান। সরকার পতনের সঙ্গে সঙ্গে তিনিও সরে যেতে বাধ্য হয়েছেন। তবে ওয়াসায় এখনো বহাল তবিয়তে আছে তাঁর বসানো লোকজন। ফলে তাকসিম না থাকলেও তাঁর সিন্ডিকেট এখনো আছে।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান তাকসিম এ খান। প্রথম নিয়োগ থেকে মোট সাতবার নিজের চুক্তির মেয়াদ বাড়িয়ে ওয়াসাকে যেন নিজের ব্যক্তিগত সংস্থায় পরিণত করেছিলেন এ প্রকৌশলী। নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি আর স্বেচ্ছাচারিতায় অনেকটা অচল হয়ে পড়ে সেবাদানকারী এ প্রতিষ্ঠানটি। শুরুতেই তাঁর সেই সিন্ডিকেটে ঢুকে পড়েন ওয়াসার কমপক্ষে ১০ জন প্রকৌশলী।
হাসিনা সরকারের পতনের পর ১৫ আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে তাকসিম এ খানের চুক্তি বাতিল করলেও তাঁর অনুসারীরা এখনো বহাল তবিয়তে। বিষয়টি নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। এই সিন্ডিকেটের মাধ্যমে বৈদেশিক সাহায্য নেওয়া প্রকল্পের ১৯ হাজার কোটি টাকা এখন ওয়াসার কাঁধে ঋণের বোঝা রেখে গেছেন তাকসিম। এসব প্রকল্পের পিডির দায়িত্বেও রয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।