You have reached your daily news limit

Please log in to continue


বিদ্যালয়ে ‘ঘরসংসার’ প্রধান শিক্ষকের

কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। জেলা শহরের ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানে ২০১০ সালে যোগ দেন প্রধান শিক্ষক রুখসানা পারভীন। যোগদানের পর থেকেই তিনি স্কুলটিকে নিজের রাজত্বে পরিণত করেছেন। বিজ্ঞানাগারে স্বামীর বিশ্রামের জন্য বিছানা পেতে তৈরি করেছেন বিশ্রামাগার। বানিয়ে নিয়েছেন রান্নাঘরও। স্কুল যেন তাঁদের দ্বিতীয় সংসার।

গত বৃহস্পতিবার দুপুরে স্কুলে গিয়ে দেখা গেছে, প্রশাসনিক ভবনের দ্বিতীয়তলায় বিজ্ঞান ল্যাবের ভেতরে ব্যবহারিক উপকরণ রাখার আলমারি দিয়ে পার্টিশন বানিয়ে তৈরি করা হয়েছে বিশ্রামাগার। সেখানে বিছানা পেতে পাশে রাখা হয়েছে টেলিভিশন ও আলনা। রাখা হয়েছে স্ট্যান্ড ফ্যান। শিক্ষক মিলনায়তনের পাশে তৈরি করা হয়েছে রান্নাঘর। এতে ফ্রিজ, গ্যাসের চুলা, রাইসকুকার ও শোকেসে রাখা আছে প্লেট-বাটি-গ্লাস।

স্কুলের সহকারী শিক্ষক ও আয়াদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান শিক্ষক রুখসানার পৈতৃক নিবাস গোপালগঞ্জে। স্বামীর বাড়ি লালমনিরহাট সদরে। তিনি লালমনিরহাট থেকে প্রাইভেট কারে স্বামী রেজাউল করিমসহ নিয়মিত স্কুলে যাতায়াত করতেন। স্কুল চলাকালে তাঁর স্বামী দিনভর এখানে থাকতেন এবং বিশ্রামাগারে অবস্থান করতেন। এই দম্পতির জন্য স্কুলে তৈরি করা রান্নাঘরে নিয়মিত দুপুরের খাবার রান্না করা হতো। এ জন্য পিয়ন বাজারের কাজ এবং আয়া রান্না করতেন। শুধু দুপুরের রান্নাই নয়, বাড়িতে রাতের রান্নার উপকরণ স্কুলের রন্ধনশালা থেকেই প্রস্তুত করে নিয়ে যেতেন প্রধান শিক্ষক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন