বিপন্ন মানুষের প্রতি সহায়তার হাত বাড়ান

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৪, ১১:১৪

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে দেশের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে আটটি জেলায় ৪ লাখ ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। মারা গেছেন দুজন। ক্ষতিগ্রস্তের সংখ্যা ২৯ লাখের বেশি। ফেনী শহর পুরোপুরি তলিয়ে গেছে। সেখানে লাইন তলিয়ে পূর্বাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কোনো কোনো অংশে পানি ওঠায় গাড়ি চলাচলও ব্যাহত হচ্ছে। পাহাড়ি জেলা খাগড়াছড়ি থেকে শুরু করে মৌলভীবাজার পর্যন্ত ১০ জেলায় জনজীবন বিপন্ন, পর্যুদস্ত।


আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ওয়েবসাইটে বৃহস্পতিবার সকাল ১০টার তথ্য অনুযায়ী, কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী ও হালদা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও