স্বৈরাচারী সরকারের খুনি ও নির্দেশদাতাদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, দ্রুত তাদের গ্রেফতার করতে হবে। নয়তো তারা পালিয়ে দেশের বাইরে চলে যাবে। বিভিন্ন জায়গায় ঢুকে পড়বে, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কয়েকদিন আগে তারা এই কাজটিই করেছে, এখনো যে করবে না তার গ্যারান্টি নাই।