সর্বোচ্চ সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ান

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২২ আগস্ট ২০২৪, ১০:০৯

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় গত এক সপ্তাহের বৃষ্টিতে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম জেলার কিছু এলাকা, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার অতিবৃষ্টিজনিত দুর্যোগের সঙ্গে যুক্ত হয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার বন্যা। সব মিলিয়ে দেশের বড় একটি এলাকা এখন দুর্যোগ পরিস্থিতিতে ভুগছে। দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ সহায়তা নিয়ে বন্যা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে।


প্রথম আলোর প্রতিবেদন বলছে, ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বন্যা পরিস্থিতি গতকাল চরম আকার ধারণ করেছে। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি উপচে বন্যা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে বলে স্থানীয় লোকজন বলছেন। এসব উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও