কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডে সুবিচার নিয়ে ‘আশাবাদী নন’ বলে জানিয়েছেন গায়ক-অভিনেতা ও নির্দেশক অঞ্জন দত্ত।
আনন্দবাজার লিখেছে, এই মামলায় মঙ্গলবার প্রথম দিনের শুনানির পর দেশটির সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার পর্যন্ত সময় চেয়েছে।
আন্দোলনের প্রথম দিন থেকেই প্রতিবাদে আরো অনেকের সঙ্গে শামিল হয়েছেন অঞ্জন, হেঁটেছেন প্রতিবাদী পদযাত্রায়।