পরীক্ষা বাতিল ‘অনভিপ্রেত’, সিদ্ধান্ত নেবেন বিশেষজ্ঞরা: শিক্ষা উপদেষ্টা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪, ১৮:৪৬
আন্দোলন-সহিংসতার ধাক্কায় এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্তকে ‘অনভিপ্রেত’ বলছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
এইচএসসির ফল প্রকাশের বিষয়টি বিশেষজ্ঞদের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।
গত ৩০ জুন শুরু হওয়া এইচএসি পরীক্ষা অর্ধেকের মতো শেষ হওয়ার পর তাতে ছেদ পরে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতিতে বাকি পরীক্ষাগুলো কয়েক দফা স্থগিতের পর ১১ সেপ্টেম্বর থেকে শুরুর কথা ছিল।
কিন্তু পরীক্ষায় বসতে অনাগ্রহী পরীক্ষার্থীরা আন্দোলনে নেমে মঙ্গলবার সচিবালয়ে ঢুকে বিক্ষোভ দেখালে অবশিষ্ট পারীক্ষাগুলো বাতিল করে অন্তবর্তী সরকার।
“বাকি পরীক্ষাগুলো আর হবে না। ফলাফল কীভাবে দেওয়া হবে সে সিদ্ধান্ত পরে জানানো হবে,” বলেছিলেন ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।