You have reached your daily news limit

Please log in to continue


এবার দুই অতিরিক্ত আইজিপি ও এক ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ পুলিশের দুজন অতিরিক্ত মহাপরিদর্শক ও একজন উপমহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ থেকে সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসর দেওয়া হয়। 

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন—অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আতিকুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি আনোয়ার হোসেন ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান ডিআইজি আসাদুজ্জামান। 

সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন