দুদকের অনুসন্ধানে ফিরেছে গতি
একটি অভিযোগের অনুসন্ধান শেষ করতে ২০ বছর লেগেছে। আবার দীর্ঘ সময় পর অভিযোগ প্রমাণের পরও দোষীদের কয়েক দফা দায়মুক্তি দেওয়া হয়েছে, এমন নজিরও আছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। কচ্ছপের গতিতে চলা সেই দুদক যেন ঘোড়ার ওপর সওয়ার হয়েছে। গত এক সপ্তাহে অর্ধশতাধিক মন্ত্রী, এমপি ও ব্যবসায়ী দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। অনুসন্ধানের কালোতালিকায় আরও অন্তত শতাধিক দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ ও ব্যবসায়ীর নাম।
অনুসন্ধান তালিকায় নাম আসাদের মধ্যে রয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের। এ ছাড়া রয়েছেন জুনাইদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, গোলাম দস্তগীর গাজী, জাহিদ আহসান রাসেল, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শাজাহান খান, হাছান মাহমুদ, কামরুল ইসলাম ও হাসানুল হক ইনু।