ফেসবুক প্রোফাইল আরো গোপনীয় করবেন যেভাবে

বণিক বার্তা প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪, ১২:৪৩

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। কাজের প্রয়োজনে বা অবসর সময় কাটাতে মাধ্যমটি দিনে একটি বারের জন্য হলেও ব্যবহার করতে হয়। ব্যবহার ও ব্যবহারকারীর সংখ্যা যখন বেশি তখন নিরাপত্তা ও গোপনীয়তার বিষয় আমলে নেয়াও জরুরি। নিজের চিন্তাভাবনা, তথ্য ও ছবি কাদের দেখাবেন তা ঠিক করে দেয়ার সুযোগ রেখেছে ফেসবুক। মেক ইউজ অবের প্রতিবেদনে কয়েকটি পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, যেগুলো অনুসরণ করলে ফেসবুক প্রোফাইলের গোপনীয়তা আরো বৃদ্ধি করা যাবে। 


পোস্ট শুধু বন্ধুদের জন্য 


পোস্টের গোপনীয়তার মান যদি পাবলিক অর্থাৎ সবার জন্য করা হয় তাহলে যে কেউ দেখতে পারবে। এমনকি ফেসবুকে অ্যাকাউন্ট না থাকলেও দেখা যাবে। এক্ষেত্রে ফ্রেন্ডস নির্বাচন করা যেতে পারে। এতে বন্ধু তালিকায় থাকা ব্যক্তিরাই পোস্ট দেখতে পারবেন। এজন্য ব্রাউজারে ফেসবুক চালু করে ডান পাশে ওপরে প্রোফাইল আইকনে গেলে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন পাওয়া যাবে। সেখানে ‘সেটিংস’ নির্বাচন করে ‘ডিফল্ট অডিয়েন্স সেটিংস’ অপশনে যেতে হবে। এরপর ‘ফ্রেন্ডস’ বেছে নিলেই হয়ে যাবে। তাছাড়া প্রতিবার পোস্ট করার সময় অডিয়েন্স নির্বাচন করার সুযোগ থাকছে।



ব্যক্তিগত তথ্যের দৃশ্যমানতায় পরিবর্তন


ফেসবুক প্রোফাইলে জন্মদিন, মোবাইল নম্বর, সম্পর্কসহ অনেকগুলো ব্যক্তিগত তথ্য দেয়ার সুযোগ থাকে। তবে সবগুলো পাবলিক করে রাখা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রয়োজনমাফিক কিছু ফ্রেন্ডস ও অনলি মি করে রাখা যেতে পারে। এজন্য ডান পাশে ওপরে প্রোফাইল আইকনে নিজের নামে ক্লিক করলে প্রোফাইল আসবে। এরপর যেতে হবে ‘অ্যাবাউট’ সেকশনে। সেখানে বেশকিছু তথ্য রয়েছে। প্রতিটি তথ্যের পাশে তিনটি করে ডট আছে। সেখানে ক্লিক করলে এডিট অপশন পাওয়া যাবে। সুবিধামতো অডিয়েন্স নির্বাচন করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও