টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ চারের হাতছানি বাংলাদেশের সামনে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪, ১১:৫০
শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের জন্য। সিলেটে নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু করেছিল নাজমুল হোসেন শান্তরা। অধিনায়ক শান্তর শুরুটাও হয়েছিল ওই ম্যাচ দিয়েই। কিন্তু সেই একটাই সুখস্মৃতি বাংলাদেশের সামনে। এরপরে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে আরও ৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার সবকটিতেই হারের লজ্জা পেতে হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবার ক্রিকেটের বনেদি এই ফরম্যাট দিয়ে মাঠের ক্রিকেটে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই দুই টেস্ট। যেখানে বর্তমানে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা আছে একেবারেই তলানির দিকে। আটে থাকা বাংলাদেশের নিচে আছে কেবল ওয়েস্ট ইন্ডিজ। ৯ ম্যাচে ১ জয়, ৬ হার এবং ২ ড্র তাদের।
- ট্যাগ:
- খেলা
- টেস্ট চ্যাম্পিয়নশিপ