পিএসসির বিষয়ে নতুন নির্দেশনা দিতে পারে অন্তর্বর্তী সরকার

প্রথম আলো প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৪, ১২:০৩

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিষয়ে নতুন কিছু নির্দেশনা দিতে পারে বর্তমান অন্তর্বর্তী সরকার। এ নির্দেশনা এলে পিএসসির সব কর্মকাণ্ডে গতি বাড়বে বলে মনে করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি ৪৬তম বিসিএসসহ তিন নিয়োগ পরীক্ষার তথ্য চেয়েছে অন্তর্বর্তী সরকার।



পিএসসির বিষয়ে নতুন নির্দেশনা দিতে পারে অন্তর্বর্তী সরকার। সেসব বিষয়ে জানতে চাইলে জনপ্রসাশন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অন্তর্বর্তী সরকার এসেছে। এসেই পিএসসির কাছে ৪৬তম বিসিএসসহ তিন নিয়োগ পরীক্ষার তথ্য চেয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে নতুন উপদেষ্টাদের মধ্যে আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তিনি সব সময় পিএসসির বিষয়ে সরব ছিলেন। চাকরিপ্রার্থীদের সুবিধা অসুবিধার কথাও তিনি জানেন। তাঁর কাছ থেকে পিএসসির বিষয়ে নতুন কিছু পরামর্শ বা নির্দেশনা আসতে পারে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া বর্তমান অবস্থা কাটাতে বা পিএসসিতে গতি আনতে নতুন কোনো নির্দেশনাও আসতে পারে বলে জানান ওই কর্মকর্তা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও