‘লড়াইয়ে’ ছিলেন তারাও, র্যাপ সঙ্গীত নিয়ে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪, ১৮:৩৫
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গানে গানে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের র্যাপ শিল্পীরাও। এই আন্দোলনকে ঘিরে প্রকাশিত হয়েছে এসব শিল্পীদের বহু র্যাপ গান।
এর মধ্যে 'তানজ প্রোডাকশন' নামের ইউটিউব চ্যানেল থেকেই প্রকাশিত হয়েছে প্রায় বিশটির মতো গান। যে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন নয়জন র্যাপ সঙ্গীত শিল্পী।
গানগুলোর মধ্যে তানজ অর্থাৎ তানজিম নূর ও ইমতিয়াজ আকিব গেয়েছেন 'ছাত্র' শিরোনামের গানটি। তাছাড়াও ইমতিয়াজ আকিবের কণ্ঠে শোনা গেছে আরও পাঁচটি গান। সেগুলো হল 'অসুস্থ বাংলাদেশ', 'প্রশ্ন', 'স্বাধীন বাংলা', 'পালাইছে', 'মায়ের অভিশাপ'।
- ট্যাগ:
- বিনোদন
- র্যাপার
- নারী র্যাপার