অনিশ্চয়তায় শতাধিক ফুটবলার, পারিশ্রমিকে ছাড় দিতেও রাজি তারা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪, ১৮:২৭
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনী- শীর্ষ পর্যায়ে এই তিন ক্লাব দলবদলের কার্যক্রমে যোগ না দেওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন শতাধিক ফুটবলার। খেলোয়াড়দের অনেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) গিয়েছিলেন সংকট থেকে তাদেরকে ‘বাঁচানোর’ আর্জি নিয়ে। বাফুফে দিতে পারেনি তেমন কোনো নিশ্চয়তা, তবে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি জানিয়েছে, চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলছে দেশ। ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের দাবি জোরাল হচ্ছে। ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ। চলমান সংকট নিরসনে বাফুফে এখন তাকিয়ে আছে ক্রীড়া উপদেষ্টার দিকেও।