সিদ্ধান্ত বদল, বিএসইসির নেতৃত্ব নিচ্ছেন না মাসরুর রিয়াজ
তিন দিন নানা আলোচনার পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন মাসরুর রিয়াজ, যাকে ওই দায়িত্ব দিতে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়।
নিজের সিদ্ধান্ত জানিয়ে শনিবার দপুরে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন মাসরুর রিয়াজ। আর এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, “আমি আরেকটু বৃহৎ পরিসরে কাজ করতে চাই। সামগ্রিক অর্থনীতির বিষয়গুলোতে ভূমিকা রাখতে চাই। সেই সুযোগ এলে বিবেচনায় নেব, তবে এখনো আমার জায়গা থেকে সহযেগিতা করে যাব।”
নিজের সিদ্ধান্তের বিষয়ে এক বিবৃতিতে মাসরুর রিয়াজ বলেন, “সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমাকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়োগের জন্য আমি আন্তরিকভাবে অন্তর্বর্তী সরকারের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দারুণ সুযোগ। দেশের স্বার্থ আমার কাছে বরাবরই সবকিছুর ওপরে।