You have reached your daily news limit

Please log in to continue


‘নিরপেক্ষ’ রংগুলো যে কারণে অন্দরে বেছে নেওয়া হয়

অন্দরের দেয়াল মনের মতো করে রাঙাতে চান? প্রথমেই মাথায় রাখুন, ঘরটা কোন কাজে ব্যবহার করা হবে। যেমন পড়ালেখা বা কাজের ঘরের দেয়ালের জন্য সব ধরনের রং উপযোগী নয়। অন্দরসজ্জায় নানা অনুষঙ্গের বিন্যাসও বিবেচনায় রাখতে হবে। ঘর রং করানোর আগে অন্দরসজ্জার আধুনিক ধারাগুলো সম্পর্কেও জেনে নিন।

যেটুকু না হলেই নয়, এই সময়ের জীবনধারায় সেটুকুই জায়গা পাচ্ছে। অন্দরসজ্জাও লেগেছে মিনিমালিজমের ছোঁয়া। জাঁকজমকের বহিঃপ্রকাশ না ঘটিয়ে অল্প কিছু হালকা আসবাব আর অল্পস্বল্প অনুষঙ্গেই সাজানো হচ্ছে আধুনিক অন্দর। অন্দরের এই পুরো ‘সাজ’-এর পটভূমিতেই থাকছে হালকা রং। তাতেই চোখের আরাম, মনের শান্তি। আধুনিক অন্দরসজ্জা সম্পর্কে এমনটাই জানালেন আরএমএ আর্কিটেক্টসের প্রধান স্থপতি রাফিয়া মারিয়াম আহমেদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন