বাংলাদেশে বিক্ষোভ দমনে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী: জাতিসংঘ
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে দেশটির আইনপ্রয়োগকারী সংস্থা, এমন ইঙ্গিত পেয়েছে জাতিসংঘ।
তিনি উল্লেখ করেন, আরও নিরপেক্ষ তদন্ত পরিচালনা সাপেক্ষে বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যেতে পারে।
'(তাদের বিরুদ্ধে) বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, যথেচ্ছা গ্রেপ্তার ও আটক, গুম, নির্যাতন ও দুর্ব্যবহার, মত প্রকাশের স্বাধীনতায় বড় আকারে বাধা দেওয়া ও শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়ার মতো আরও কিছু অভিযোগও রয়েছে, যেগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন', যোগ করেন তিনি।
তিনি দাবি করেন, 'যারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, বিশেষত, যারা অপ্রয়োজনীয় ও বাড়তি বল প্রয়োগ করেছেন বা করার নির্দেশ দিয়েছেন, তাদের সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।'