বাইকের ভালো মাইলেজ কেমন পাবেন তা অনেকটাই আপনার উপর নির্ভর করছে। ভালো মাইলেজ পেতে হলে বাইকের নিয়মিত সার্ভিসিং করা সবচেয়ে জরুরি। এছাড়া বাইক চালানোর সময় ছোট্ট ভুলগুলোর কারণে মাইলেজ কমতে পারে। এই ভুলগুলো এড়িয়ে চললে বাইকের মাইলেজ কমবে না বরং বাড়বে।
জেনে নিন সেসব-
১. ইঞ্জিন অয়েল নিয়ে অনেক সময় গড়িমসি করেন। মাইলেজ বাড়াতে সঠিক সময়ে বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। একইভাবে পরিষ্কার রাখতে হবে এয়ার ফিল্টার।