You have reached your daily news limit

Please log in to continue


আন্দোলনে সমর্থন, ছবি না দেখলেও আপত্তি নেই সৃজিতের

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের মত ন্যাক্কারজনক ঘটনার জেরে দেশজুড়ে শুরু হয়েছে আন্দোলন। এ ঘটনায় অপরাধীদের শাস্তি চেয়ে উত্তাল হয়ে পড়েছে পুরো দেশ; সেখানকার নারীরা রাজপথে নেমেছেন বিচারের দাবিতে।

এ ঘটনায় সরব রয়েছেন টালিউড-বলিউডের তারকারাও। অপরাধীদের শাস্তিসহ ভারতে মেয়েদের নিরাপত্তা চেয়ে বিভিন্ন ভাষায় মুখ খুলেছেন তারা। কেউ কেউ গর্জে উঠেছেন রাজপথেও।

এদিকে বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বক্স অফিসে বাংলা ও হিন্দি মিলিয়ে বেশ কিছু ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেই বাংলা ছবিগুলোর একটি চঞ্চল চৌধুরী অভিনীত ও সৃজিত মুখার্জির ‘পদাতিক’। কিন্তু পশ্চিমবঙ্গের সমসাময়িক পরিস্থিতিতে নিজের ছবি নিয়ে মাথা ঘামাচ্ছেনই না পরিচালক সৃজিত। তার কথায়, রাজ্যের যেমন পরিস্থিতি, তাতে মানুষ ছবি না দেখলেও আমার আপত্তি নেই। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন, নিজের ছবির চেয়ে আন্দোলনে তার অবস্থান নেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন