সম্পর্কে একবার প্রতারিত হলে আবার কীভাবে শুরু করবেন
প্রথম আলো
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪, ১৮:৪৫
সম্পর্কের মূল ভিত্তিই হলো বিশ্বস্ততা। সেটা একবার ভেঙে গেলে আবার জোড়া লাগানো কঠিন। এটি কোনো সুইচ নয় যে চাইলেই রাতারাতি বদলে ফেলা যাবে। সুস্থ আলোচনা, একে অপরকে বোঝা আর যত্নের মাধ্যমেই সঙ্গীর বিশ্বাস অর্জন করতে হয়। প্রতারিত হওয়ার পর নিজের দৃঢ়তা দিয়ে উদ্বেগ কাটিয়ে আবার নতুনভাবে সম্পর্কে ফেরা যায়।
সম্পর্কে বিশ্বস্ততার অভাব আর মাঝনদীতে ফুটো হয়ে যাওয়া নৌকার প্রায় একই দশা হয়। তাই নতুন সম্পর্ক শুরু করার আগেই কিছু বিষয়ে নজর রাখা উচিত:
আগের সম্পর্কের ট্রমা: একটি খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আরেকটি নতুন সম্পর্কের প্রাথমিক ধাপেই কেউ কেউ নিজের ব্যক্তিগত কথা, চিন্তা প্রকাশ করতে পারে না। কিছুটা সময়ের প্রয়োজন হয়। নতুন সঙ্গীর আশ্বস্ততা দরকার হয়।
- ট্যাগ:
- লাইফ
- সম্পর্ক
- দাম্পত্য সম্পর্ক