কাঁড়ি কাঁড়ি অর্থকড়ি, বিশেষ নম্বর প্লেটের গাড়ি—উপহারের বন্যায় ভাসছেন আরশাদ নাদিম

প্রথম আলো প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪, ১৮:৩৩

অলিম্পিক রেকর্ড গড়ে পাকিস্তানকে জ্যাভেলিন থ্রোয়ে সোনা এনে দিয়েছেন আরশাদ নাদিম। ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিল্ড হকি ইভেন্টে সোনা জয়ের ৪০ বছর পর নাদিমের সৌজন্যে আবারও অলিম্পিকে সোনা জিতল পাকিস্তান। অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে পাকিস্তানের এটিই প্রথম সোনা। আরশাদ নাদিমের ঐতিহাসিক এই সাফল্য স্বাভাবিকভাবেই পাকিস্তানজুড়ে উদ্‌যাপন করা হচ্ছে। পুরস্কারের বন্যায় ভাসছেন নাদিমও।


বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, গতকাল পর্যন্ত শুধু পুরস্কার হিসেবে মোট ৮ লাখ ৯৭ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৪৭ লাখ ৪২ হাজার টাকা) পেয়েছেন আরশাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইসলামাবাদে নাদিমের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে তাঁকে ৫ লাখ ৩৮ হাজার ডলার অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। তার আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ তাঁর গ্রামের বাড়িতে গিয়ে ৩ লাখ ৫৯ হাজার ডলারের চেক উপহার দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও