কখন ডায়াবেটিস পরীক্ষা করাবেন
প্রথম আলো
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪, ১৪:২৩
বিশ্বে প্রতি সাত সেকেন্ডে একজন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) একটি জরিপে দেখা গেছে, দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ১ কোটি ১০ লাখ। তাঁদের মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের সংখ্যা ২৬ লাখ। আর ৩৫ বছরের বেশি বয়সীদের সংখ্যা ৮৪ লাখ।
অনেকের অন্য কোনো রোগ বা জটিলতায় আক্রান্ত হওয়ার পর ডায়াবেটিস ধরা পড়ে। ডায়াবেটিস একটি নীরব ঘাতক। তাই চল্লিশোর্ধ্ব যেকোনো ব্যক্তির বছরে একবার ডায়াবেটিস আছে কি না, তা পরীক্ষা করা উচিত। এ ছাড়া উপসর্গ দেখা দিলে বা ঝুঁকি থাকলে এর আগেই পরীক্ষা করা উচিত।
যেসব লক্ষণে পরীক্ষা জরুরি
- ঘন ঘন প্রস্রাব হওয়া ও পিপাসা লাগা।
- দুর্বল লাগা, ঘোর ঘোর ভাব।
- ক্ষুধা বেড়ে যাওয়া।
- সময়মতো খাওয়াদাওয়া না হলে রক্তে শর্করা কমে হাইপো হওয়া।
- মিষ্টিজাতীয় খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া।
- কোনো কারণ ছাড়া ওজন অনেকটা কমে যাওয়া।
- শরীরে ক্ষত বা কাটাছেঁড়া দীর্ঘদিনেও ভালো না হওয়া।
- চামড়ায় শুষ্ক, খসখসে ও চুলকানি ভাব।
- বিরক্তি ও মেজাজ খিটখিটে হয়ে ওঠা।