দেয়ালে দেয়ালে নব বারতা, রক্তে লেখা মুক্তির গান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪, ১১:০১

বছর সাতেক আগে আলোড়ন তুলেছিল ঢাকার বিভিন্ন দেয়ালে আঁকা গ্রাফিতি ‘সুবোধ তুই পালিয়ে যা’। এবার সরকারবিরোধী ছাত্র আন্দোলনে সেই সুবোধকে কেবল ফিরিয়েই আনা হয়নি, তাকে আজীবন এই বাংলায় থেকে যাওয়ার আকুতি জানিয়েছে তরুণ প্রজন্ম।


রাজধানীর শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশেই একটি পিলারে সেদিন একদল শিক্ষার্থী লিখছিলেন– ‘সুবোদ তুই আর পালাস না’। পাশ থেকে আরেক শিক্ষার্থী বললেন, “বানানটা ঠিক করে দে।”


পরে বানান ঠিক করে লেখা হল– ‘সুবোধ তুই আর পালাস না/থেকে যা আজীবন’।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও