ক্ষমতার পালাবদলে পাল্টাচ্ছে দখল, চাঁদাবাজিতে চেহারা বদল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৪, ০৮:৫৫

ঢাকার তেজগাঁও বাণিজ্য এলাকায় যেখানে ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয়, সেটির একশ গজ পূর্বে এক সময় ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও যুবদলের কার্যালয় ছিল।


আওয়ামী লীগের কার্যালয় নির্মাণের পাশাপাশি সেখানে তৈরি করা হয় বেশ প্রশস্ত ফুটপাত। ২০২৩ সালে ওই কার্যালয় উদ্বোধনের অনেক আগে বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয় উঠে গেলেও সেখানে অস্থায়ী খাবারের হোটেল ছিল।


ছাত্র-জনতার প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন থেকে সেখানে আগের কার্যালয় ফেরানোর উদ্যোগ নিতে দেখা যায়। ফুটপাতের উপরেই নতুন করে তৈরি করা হয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়।



তিন দিন পর ওই এলাকায় গিয়ে আগের সাইনবোর্ড এনে নতুন করে রং করতে দেখা গেল একজনকে; সেই ধারাবাহিকতায় এখন ওই কার্যালয় নির্মাণের জমজমাট কার্যক্রম চলছে। টিন আর কাঠের তৈরি অবকাঠামোতে ব্যানার টানানো হয়েছে, ’২৪ নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সংগঠন’।


সরকার পতনের পর এভাবে নতুন করে দখলের মাধ্যমে কার্যালয় প্রতিষ্ঠা করছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রায় সব জায়গাতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর স্থায়ী-অস্থায়ী বিভিন্ন কার্যালয় দখলে নিয়েছে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও