বাঁহাতিরা যে কারণে ডানহাতিদের চেয়ে এগিয়ে
প্রথম আলো
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৪, ১৭:০৫
সাধারণ মানুষ বাঁ দিকটাকে অধিকাংশ সময়ই কেন যেন মনে করে বেঠিক। ডান হাত বা ইংরেজি শব্দ রাইট শুনলেই মনে হয় ইতিবাচক কিছু। যাঁরা বাঁ হাতে লেখেন, ছোটবেলায় তাঁদের কতবার যে শুনতে হয়েছে বাঁ হাত দিয়ে লেখা ঠিক না। ডান হাতে ধরো পেনসিল। কিন্তু যেই প্রতিভা ভেতর থেকে আসে, সেটা কি আর থামিয়ে রাখা যায়? বাঁ হাতে লেখাকে এখন গুণ হিসেবেই ধরা হয়।
যুক্তরাষ্ট্রের নির্বাচিত হয়ে আসা প্রেসিডেন্টদের বেশ কয়েকজনই ছিলেন বাঁহাতি। রোনাল্ড রিগ্যান, জর্জ বুশ, বিল ক্লিনটন ও বারাক ওবামার নাম উল্লেখযোগ্য। মাইকেলেঞ্জেলো ও লেওনার্দো দা ভিঞ্চির বাঁ হাতেই সৃষ্টি হয়েছে ‘সিস্টিন চ্যাপেল’ ও ‘মোনালিসা’। ধনকুবের বিল গেটস এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও কিন্তু বাঁ হাতে অধিকাংশ কাজ করেন। বাঁহাতিদের নিয়ে এত কিছু বলার উদ্দেশ্য—আজ ১৩ আগস্ট, আন্তর্জাতিক বাঁহাতি দিবস।