শোয়ার ঘর বাজে-ভাবে সাজানোর লক্ষণ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪, ১৭:৩০

যে ঘরে বিশ্রাম নেওয়া বা ঘুমানো হয় সেখানে থেকেও যদি বিরক্ত লাগে, অশান্তি কাজ করে তবে বুঝতে হবে শোয়ার ঘরের সাজসজ্জা ঠিক নেই।


খাট, আলমারি, পাশে রাখা টেবিল কিংবা পাখা আলোর সুইচ- এসবের বিন্যাস ঠিক না থাকলে শয়নকক্ষের কার্যকরিতা হারায়।


খাট থেকে ওঠা নামা করা সমস্যা


খাট যদি দেওয়ালের এক পাশে লাগানো থাকে তবে ওঠা-নামাতে সমস্যা হয়। বিশেষ করে একখাটে দুজন শুলে একজনকে টপকানো বিরক্তিকর। খাটের দুপাশেই জায়গা থাক উচিত। বিশেষ করে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও