সবচেয়ে ছোট ম্যাক আনছে অ্যাপেল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪, ১৪:৪০
এবার অ্যাপল তাদের সবচেয়ে ছোট ম্যাক আনছে বাজারে। অ্যাপলের দাবি, এর আগে এত ছোট ম্যাক লঞ্চ করেনি সংস্থা। অ্যাপেল ম্যাক মিনি এম৪ ২০২৪ ডিভাইসে এম৪ চিপ থাকতে পারে। এছাড়াও থাকতে পারে এআই ফিচারের সাপর্ট। ২০১০ সাল থেকে অ্যাপেল যত ডেস্কটপ কম্পিউটার লঞ্চ করেছে আসন্ন ম্যাক মিনি ২০২৪ সেগুলোর সবকটির থেকে ছোট আকৃতির হবে।
অ্যাপল ম্যাকের আগের মডেলগুলোর তুলনায় আসন্ন ম্যাক মিনি এম৪ ২০২৪ অনেক কমপ্যাক্ট একটি ডিভাইস হতে চলেছে। বলা হচ্ছে, ম্যাক মিনি এম৪ ২০২৪ ডিভাইস অনেকটা অ্যাপেল টিভি স্ট্রিমিং ডিভাইসের আকার-আয়তনের হতে চলেছে। অ্যাপেল টিভি বক্সের আয়তন ৩.৭ ইঞ্চির।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে