হাসিনার পতন যেভাবে বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলল
স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর ঢাকার রাজপথে আনন্দ-উল্লাস শুরু হয়। তবে এটি ভারতে তৈরি করে সতর্কতা। কারণ ইসলামপন্থি এবং চীনকে ঠেকাতে হাসিনা সরকারকে শুরু থেকে সমর্থন দিয়ে এসেছে ভারত।
হাসিনার পতন ভারতকে ফেলেছে একটি কূটনৈতিক উভয়দ্বন্দ্বে। ছাত্র ও জনতার তোপের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা।
এরপর প্রফেসর ইউনূসের নেতৃত্বে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়; তখন সবার আগে তাকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে কাজ করতে নয়াদিল্লি বদ্ধপরিকর।