আবু সাঈদ এখন ঘরে ঘরে: ইউনূস
চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ এখন বাংলাদেশের প্রতিটি ঘরের সন্তান বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি সন্তানকে আগলে রাখার দায়িত্ব এখন সবার।
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার দুদিন পরেই শনিবার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্র আবু সাঈদের বাড়িতে গিয়ে এ কথা বলেন মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, “আবু সাঈদ এখন ঘরে ঘরে। প্রত্যেক ঘরে আবু সাঈদ এবং বাংলাদেশে যত পরিবার আছে সব পরিবারের সন্তান সে। বাংলাদেশে জাতি, ধর্ম নির্বিশেষে সবারই সন্তান সে। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক সবার ঘরের সন্তান এই আবু সাঈদ।
“কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোন গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এ মাটিরই সন্তান। সবাই আবু সাইদ। কাজেই সন্তানদের রক্ষা করা জাতি, ধর্ম নির্বিশেষে এটা এখন আমাদের কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি। আমরা এখন সামনের পথে দাঁড়াই, আবু সাঈদ যেমন দাঁড়িয়েছিল, আমাদেরকেও এমন দাঁড়াতে হবে।”